Header Ads

জুলাই মাসেই মেট্রোর নতুন যাত্রা পথের সূচনা- জানুন কোথায়

নজরবন্দি ব্যুরোঃ মেট্রো যাত্রীদের জন্য খুশির খবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ। মহানগরীর বুকে এবার আরও সম্প্রসারিত হচ্চে মেট্রোর পথ। সামনের জুলাই মাস থেকেই নোয়াপাড়া- দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা চালু হচ্ছে। এই পরিষেবা চালু হলে, প্রতিদিন প্রায় ৫০হাজার যাত্রী উপকৃত হবেন। কিছুদিন আগে রেকের অভাবে মাট্রো পরিষেবাতে ব্যঘাত ঘটেছিল।

কিন্তু সেই পরিষেবা জুলাইতে পুনরায় চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেট্রো আধিকারিক। মেট্রো সুত্রে খবর, নোয়াপাড়া- দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবার জন্য ২৪ টি নতুন রেক প্রয়োজন। সেই ব্যবস্থাও মোটামুটি করে ফেলেছেন মেট্রো কর্তৃপক্ষ।
এই পরিষেবার জন্য জোড় কদমে কাজ চলছে নোয়াপাড়া ইয়ার্ডে। মেট্রোর জেনারেল ম্যানেজার জানান,“আমাদের লক্ষ ছিল জুন মাসের মধ্যেই এই পরিষেবা চালুকরে দেওয়া, কারণ টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা যাত্রীদের অসুবিধার কথা বুঝতে পেরেছিলাম, তাই অতিরিক্ত ম্যান পাওয়ার ব্যবহার করে আমরা সেতা করতে সক্ষম হয়েছি ”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.