Header Ads

১৮ঐ ফেব্রুয়ারি মাধ্যমিক,কবে পাওয়া যাবে অ্যাডমিট? জেনে নিন

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৮ঐ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। আর তার ঠিক ৮ দিন আগে আগামী ৮ঐ ফেব্রুয়ারি প্রতিটি জেলার ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে ঘোষণা করল মধ্য শিক্ষা পর্ষদ। ঐ দিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা র মধ্যে । প্রধান শিক্ষক শিক্ষিকা বা তাদের অনুমতি প্রাপ্য প্রতিনিধি শিক্ষকরা এসে এই ক্যাম্প থেকে অ্যাডমিট সংগ্রহ করতে পারবেন।
এবার এক নজরে দেখে নিন কবে কোন পরিক্ষা?

 ১৮/২/২০ (মঙ্গলবার) প্রথম ভাষা
১৯/২/২০ (বুধবার) দ্বিতীয় ভাষা
২০/২/২০ (বৃহস্পতিবার)ভূগোল
২২/ ২/২০ (শনিবার) ইতিহাস
 ২৪/২/২০ (সোমবার) অঙ্ক
২৫/২/২০ (মঙ্গলবার) ভৌত বিজ্ঞান
 ২৬/২/২০ (বুধবার) জীবন বিজ্ঞান
২৭/২/২০ ( বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.