Header Ads

ভারতের বর্তমান ন্যাশনালিজম ফ্যাসিবাদের সমান, স্বীকার করলেন আরএসএস প্রধান

নজরবন্দি ব্যুরোঃ ভারতে চলা বর্তমানের জাতীয়তাবাদকে অনেকেই হিটলারের ফ্যাসিবাদ কিংবা মুসোলিনির নাৎসিবাদের সঙ্গে তুলনা করেছেন। এবার সে কথা স্বীকার করে নিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আক্ষেপের সুরে নিজের মুখেই স্বীকার করলেন এ কথা। তবে তাঁর বিনীত অনুরোধ জাতীয়তাবাদের সাথে ফ্যাসিবাদ ও নাৎসিবাদকে কেউ যেন গুলিয়ে না ফেলেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাঁচিতে আরএসএস-এর একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
সেখানে দাঁড়িয়ে তিনি বলেন ন্যাশনাল, নেশনালিটির মত শব্দের ব্যাপক অর্থ রয়েছে। সেই অর্থ ভুলে গিয়ে ন্যাশনালিজম শব্দটিকে ফ্যাসিজমের সাথে তুলনা করা মোটেই উচিত নয়। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ন্যাশনালিজম শব্দটি ফ্যাসিবাদকেই ইঙ্গিত করে। বর্তমান প্রেক্ষিতে ন্যাশনালিজম শব্দটি ব্যবহার করাও উচিত হবে না। আর তাঁর এই মন্তব্যটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ন্যাশনালিজম প্রসঙ্গে বলতে গিয়ে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন ন্যাশনালিজম হিটলারের ফ্যাসিজমকেই ইঙ্গিত করে।
তবে তিনি আরও জানিয়েছেন গোটা দেশকে আরো উন্নত হতে হবে। দেশের মানুষজনকে একযোগে কাজ করতে হবে যাতে গোটা বিশ্বে ভারত সেরার সেরা মর্যাদা পায়। বহু দেশ উঠে এসেছিল সেরার শিরোপায়। কিন্তু এখন তারা কোথায়! কিছু কিছু দেশ এখনও শীর্ষ তালিকায় রয়েছে। ভারতকেও সেরকম একটি দেশ হিসেবে তৈরি হতে হবে। তবে ভারত শক্তিশালী হলেও কোনদিনই অন্য দেশের উপর আক্রমণ চালাবে না এটা ভারতীয় সংস্কৃতি নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.