আবার পাকিস্তান ক্রিকেটে দুর্নীতি, সাসপেন্ড উমর আকমল
নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তান সুপার লিগ শুরুর ঠিক আগে দুর্নীতির দায়ে দেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল।আজ অর্থাত্ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোয়াট্টা গ্লাডিয়েটরের হয়ে এবার খেলার কথা ছিল উমর আকমলের। খেলা শুরুর ঠিক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড উমর আকমলকে সাসপেন্ড করায়, তিনি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
দুর্নীতি দমন বিধি ভঙ্গের কথা বললেও ঠিক কোন অপরাধে প্রাক্তন পাক ক্রিকেটারের উপরে শাস্তি নেমে এল, তা জানানো হয়নি। কতদিন এই শাস্তি বহাল থাকবে, তাও জানানো হয়নি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে পিসিবি জানিয়ে দিয়েছে, আকমলের পরিবর্ত ক্রিকেটার তারা নিতে পারবে।
No comments