Header Ads

লাথি মেরে নষ্ট করা হল ভ্রুণ এক বিজেপি মহিলা কর্মীর, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।

নজরবন্দি ব্যুরো: উত্তর 24 পরগনার হাসনাবাদ থানার টেংরা গ্রামের বাসিন্দা সাদ্দাম গাজী ও তার স্ত্রী সোনালী গাজি এরা দু'জনই বিজেপি সমর্থক। মঙ্গলবার সন্ধ্যেবেলায় চকপাটলি গিয়েছিলেন সাদ্দাম গাজি ও সোনালী গাজি। সভা শেষে ফেরার পর তৃণমূলের একদল দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা করে বলে অভিযোগ। তারা লাঠি,রড নিয়ে এসেছিল, কেন বিজেপি সবাই গিয়েছে তারা এই নিয়ে সাদ্দামকে মারধর করে দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে যান তখনই তাঁর পেটে লাথি মারা হয় বলে জানিয়েছেন সোনালী গাজি। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা জানান তার গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে।
বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। তাঁরা আগে তৃণমূল করতো, পরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার ফলে মারধর করা হয়েছে বলে দাবি বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সহ-সভাপতি দুলাল রায়ের। দুষ্কৃতীদের তাড়াতাড়ি গ্রেফতার করার দাবিও জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ, এই ব্যাপারে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাথি মারার ফলে কি সোনালির ভ্রুণ নষ্ট হয়েছে কিনা তাও দেখা হবে পুলিশ জানিয়েছে এই ঘটনার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.