Header Ads

৩ মার্চ মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরেই নতুন নাটক, আত্মহত্যার চেষ্টা বিনয় শর্মার।

নজরবন্দি ব্যুরোঃ ফাঁসি থেকে বাঁচার জন্য নাটক অব্যাহত রেখেছে নির্ভয়াকান্ডের দোষীরা। তিহাড় জেলে আত্মহত্যার চেষ্টা ধর্ষক বিনয়ের। না, আসলে আত্মহত্যা করার নাটক রচিয়েছে নির্ভয়াকান্ডের অভিযুক্ত বিনয় শর্মা। সূত্রের খবর, ১৬ ফেব্রুয়ারী তিহার জেলে নিজের সেলের মধ্যে দেওয়ালে মাথা ঠুকে আত্মহত্যার চেষ্টা করে বিনয়। সেই নিয়ে রীতিমত হইচই পড়ে যায় জেলের ভিতরে।
কিন্তু কারাগার কর্মীদের তৎপড়তায় তাঁকে আটকান সম্ভব হয়েছে। অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথিমিক চিকিৎসার পড়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল তরফে জানানো হয়েছে গুরুতর ছিল না বিনয়ের মাথায়। এই ঘটনা সবার প্রথম জেলের ওয়ার্ডেন ইন-চার্জ দেখতে পান। এবং শর্মাকে তিনি আটকান। প্রসঙ্গত, ২০১২ সালে দিল্লির নির্ভয়া ধর্ষনকান্ডে দোষী সাব্যস্ত হয় ৫ যুবক। আদালত দোষীদের ফাঁসির সাজা শোনায়।
পাঁচ অভিযুক্তের মধ্যে একজন আগেই জেলের মধ্যে আত্মহত্যা করে। বাকি চারজন ফাঁসির সাজা থেকে বাঁচার জন্য একের পর এক ফন্দি আটতে থাকে। দীর্ঘদিন টালবাহানার পরে অবশেষে ৩মার্চ ফাঁসির দিন নির্ধারিত হয়। বেশ কয়েকবার ফাঁসির দিন পরিবর্তিত হওয়ার পরে অবশেষে আদালত জানিয়ে দিয়েছে ৩ মার্চ হবে চার ধর্ষকের ফাঁসি। সাম্প্রতিক মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর থেকে জেল ওয়ার্ডেন ও গার্ডদের সঙ্গে আক্রমণাত্মক ব্যবহার করে দোষীরা। আর এর পরেই আবার বিনয় শর্মার নতুন নাটক। কিন্তু আশা করা যাচ্ছে এবার এই সমস্ত কারণে ফাঁসির দিন পরিবর্তন হবে না। ৩ মার্চ-ই হচ্ছে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.