Header Ads

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস; নাম্বার দেখে অবিলম্বে অপরাধী চিহ্নিত করুক পর্ষদ। #NajarbandiExclusive

নজরবন্দি ব্যুরোঃ পরীক্ষা শুরু হতে না হতেই ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। অনেকটা বজ্র আঁটুনি ফোস্কা গেরোর মতই। আজ মাধ্যমিকের প্রথমদিনে বাংলা প্রশ্নপত্র পড়ুয়াদের হাতে পড়ার মিনিট ১০এর মধ্যেই তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। নজরবন্দি নজরে পড়ে সম্পূর্ণ প্রশ্নের সেট, প্রতিবেদন প্রকাশিত হলেও প্রকাশ করা হয়নি ছড়িয়ে পড়া বিতর্কিত প্রশ্নপত্র।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলার ৪২ টি ব্লকে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট। সবকটি পরীক্ষাকেন্দ্রে পরিক্ষার্থী এবং শিক্ষক, প্রশাসকদের ওপর ছিল স্মার্ট ওন এবং স্মার্ট ওয়াচ ব্যাবহারে নিষেধাজ্ঞা কিন্তু তবুও লিকেজ... গত বছরের মতই।
যে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল সেখানে লক্ষ করলে দেখা যাবে নাম্বারিং রয়েছে খাতার, ৪১৭৯৯০৪। পর্ষদের উচিত খাতার ওই নাম্বারিং দেখে অভিযুক্ত কে চিহ্নিত করা। কারন গতবার কার্যত রেকর্ড হয়েছিল মাধ্যমিক প্রশ্ন ফাঁসের।
দেখুন প্রশ্নপত্র...


প্রাঞ্জলের গলায় শুনুন "একবার বিদায় দে মা ঘুরে আসি"। সাবস্ক্রাইব করুন নজরবন্দির ইউটিউব চ্যানেল।








No comments

Theme images by lishenjun. Powered by Blogger.