জেডিইউ-বিজেপি জোট নিয়ে নীতীশকে খোঁচা দিলেন প্রশান্ত কিশোর
নজরবন্দি ব্যুরোঃ ‘গান্ধী আর গডসে কখনই একসাথে চলতে পারে না’ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জেডিইউ-বিজেপি জোটকে তুলোধোনা করে এমনটাই জানান রাজনৈতিক স্ট্যাটিজিস্ট তথা জেডিইউয়ের প্রাক্তন সহ-সভাপতি প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর জানান বিহারের ক্ষেত্রে দক্ষ নেতা প্রয়োজন যিনি বিহারের মানুষের কথা জোর গলায় বলতে পারবেন। বিহারের বর্তমান রাজনৈতিক অবস্থা কেমন কাটবে না নিয়ে মন্তব্য করেন প্রশান্ত কিশোর।
তাঁর কথায় কারোর পিছুপিছু গেলেই হবে না। এহেন মন্তব্য করে তিনি মোদী ও নীতীশ কুমারের সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছেন। বরাবরই দাবি করেছেন বিহারের জেডিইউ গান্ধীজিকে অবলম্বন করে তৈরি এবং গান্ধীজীর পথেই হাঁটবে দল। সেরকম একটি দল কি করে গান্ধীজীর হত্যাকারী গডসের সমর্থক বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধল তা নিয়েও খোঁচা দিয়েছেন প্রশান্ত কিশোর। তবে তিনি এও জানিয়েছেন যে তাঁকে জেডিইউ থেকে অপসারণ করা হলেও নিতিশ কুমারকে তিনি শ্রদ্ধা করেন। তবে তাঁর এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে জেডিইউ।
তাঁর কথায় কারোর পিছুপিছু গেলেই হবে না। এহেন মন্তব্য করে তিনি মোদী ও নীতীশ কুমারের সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছেন। বরাবরই দাবি করেছেন বিহারের জেডিইউ গান্ধীজিকে অবলম্বন করে তৈরি এবং গান্ধীজীর পথেই হাঁটবে দল। সেরকম একটি দল কি করে গান্ধীজীর হত্যাকারী গডসের সমর্থক বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধল তা নিয়েও খোঁচা দিয়েছেন প্রশান্ত কিশোর। তবে তিনি এও জানিয়েছেন যে তাঁকে জেডিইউ থেকে অপসারণ করা হলেও নিতিশ কুমারকে তিনি শ্রদ্ধা করেন। তবে তাঁর এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে জেডিইউ।
No comments