Header Ads

শোকস্তব্ধ টলিপাড়া -"ভালো থেকো তাপস দা"।

নজরবন্দি ব্যুরো: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপসের, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ পূর্নতা পায় কলেজে পড়াকালীন। তিনি নজরে পড়েন বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের। বয়েস যখন ২২ বছর, মুক্তি পায় প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর একের পর এক হিট ছবি! সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা। উল্লেখ্য, সাহেব ছবির জন্য তিনি পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
 বাংলার পাশাপাশি হিন্দিতেও তাপস পাল অভিনয় করেছেন, মাধুরী দীক্ষিতের বিপরীতে তিনি অভিনয় করেন অবোধ ছবিতে । তাঁর প্রয়ানে
শোকে স্তব্ধ টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকরা।তাঁরা শোক প্রকাশ করেছেন টুইটারে। তাপস পালের উদ্দেশ্যে ঋতুপর্ণা সেনগুপ্তের টুইট:" একজন বন্ধু, সহকর্মী, সহ-অভিনেতা, যিনি বাংলা সিনেমায় বেঁচে থাকবেন "।
 অভিনেতা জিত টুইট লেখেন, "তাপস পালের আকস্মিক মৃত্যু দুঃখজনক তাঁর পরিবারকে সমবেদনা জানাই।" অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের লেখেন-" তাপস পালের আত্মার শান্তি কামনা করি। ইন্ডাস্ট্রির বড় ক্ষতি।" নুসরাত জাহান লেখেন-" একজন সুপারস্টার এবং অসাধারণ সহ-অভিনেতা যাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের লিখেছেন-" তোমার সঙ্গে কাজ করার প্রতিটা দিন স্মরণীয় হয়ে থাকবে। ভালো থেকো তাপস দা।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.