বোরখা নিয়ে তসলিমার মন্তব্যের করা জবাব দিলেন রহমান কন্যা
নজরবন্দি ব্যুরো :তসলিমা নাসরিন A R রহমানের মেয়ে খতিজার বোরখা পরা নিয়ে মন্তব্য করলেন। তসলিমার এই মন্তব্য নিয়েই তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়া। এবার অবশেষে তসমিলার মন্তব্যে মুখ খুললেন A R রহমান কন্যা।তসলিমা লিখেছিলেন ,AR রহমানের গান আমি খুব ভালোবাসি। তবে যখনি আমি ওর মেয়েকে দেখি আমার মন দম বন্ধ হয়ে ওঠে। সংস্কৃতবান একটি পরিবারের একটি শিক্ষিত মেয়েরও মগজ ধোলাই হয়। এটা খুবই হতাশা জনক।
এই মন্তব্যে পেক্ষিতে A R রহমানের মেয়ে খতিজার 'গত এক বছর আমি দেখছি সবার আমার ব্যাপার নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এ দেশে যে অনেক ঘটনা ঘটছে তা নিয়ে কাউর মাথা ব্যাথা নেই সবাই ব্যাস্ত আমার পোশাক নিয়ে আলোচনা করতে। তবে আমি যাই পোশাক। আমি যা পোশাক পরি না কেন তাতে গর্বিত। এবং আমার এই সিদ্ধান্তে যারা আমার পশে দাঁড়িয়েছেন তাঁদের অনেক ধন্যবাদ। তিনি আরো লিখেছেন প্রিয় তসলিমা নাসরিন,আমাকে দেখে আপনার যদি দমবন্ধ লাগে তাহলে খোলা আকাশের নিচে গিয়ে শ্বাস নিয়ে আসুন। আর পড়লে গুগল সার্চ করে দেখুন প্রকৃত নারীবাদী কে। অন্য মহিলাকে ছোট করা আর তাঁর বাবার নাম নেওয়া নিয়ে প্রতিবাদ করাকে নারীবাদ বলে না। আমি ছবিটি আপনাকে মন্তব্য পাঠাইনি। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেননি A R রহমান।
এই মন্তব্যে পেক্ষিতে A R রহমানের মেয়ে খতিজার 'গত এক বছর আমি দেখছি সবার আমার ব্যাপার নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এ দেশে যে অনেক ঘটনা ঘটছে তা নিয়ে কাউর মাথা ব্যাথা নেই সবাই ব্যাস্ত আমার পোশাক নিয়ে আলোচনা করতে। তবে আমি যাই পোশাক। আমি যা পোশাক পরি না কেন তাতে গর্বিত। এবং আমার এই সিদ্ধান্তে যারা আমার পশে দাঁড়িয়েছেন তাঁদের অনেক ধন্যবাদ। তিনি আরো লিখেছেন প্রিয় তসলিমা নাসরিন,আমাকে দেখে আপনার যদি দমবন্ধ লাগে তাহলে খোলা আকাশের নিচে গিয়ে শ্বাস নিয়ে আসুন। আর পড়লে গুগল সার্চ করে দেখুন প্রকৃত নারীবাদী কে। অন্য মহিলাকে ছোট করা আর তাঁর বাবার নাম নেওয়া নিয়ে প্রতিবাদ করাকে নারীবাদ বলে না। আমি ছবিটি আপনাকে মন্তব্য পাঠাইনি। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেননি A R রহমান।
No comments