Header Ads

কর্মীদের ডিএ দেবার টাকা নেই ! রাজ্যকে সমালোচনা করে ফের কর্মচারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন দিলীপ ঘোষ

নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের করের টাকায় তৃণমূলের ভোট রণনীতিকার প্রশান্ত কিশোরকে জেড ক্যাটগরির নিরাপত্তা দেওয়ার কথা গতকাল জানা গিয়েছিল সংবাদমাধ্যমের সৌজন্যে। এবার এই বিষয়ে তীব্র সমালোচনা করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভিআইপি এখন প্রশান্ত কিশোর।
তৃণমূলের সম্পদ। তাঁর কথায়,''সরকারি কর্মীদের ডিএ দেওয়ার টাকা নেই। রাজ্য দেনায় ডুবে রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, কোষাগারে টাকা নেই। সেই রাজ্যে মানুষের করের টাকায় প্রশান্ত কিশোরকে নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'' 

ভোট কৌশলী প্রশান্ত কিশোর হামলার মুখে পড়তে পারেন। এই আশঙ্কায় তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করল রাজ্য। তিনি তৃণমূলের প্রধান কৌশলী হিসাবেই পশ্চিমবঙ্গে পরিচিত। তৃণমূল দলের হাল-হকিকত জানতে তাঁকে রাজ্যের গ্রাম-গ্রামান্তরে ছুটে বেড়াতে হচ্ছে। আর বিরোধীদের টার্গেট তিনি হতেই পারেন। এখন থেকে তিনি যেখানেই যাবেন তাঁর সঙ্গে থাকবে জেড ক্যাটাগরির নিরাপত্তা। দিল্লিতে আপ সরকারের জয়ের পর তৃণমূলের পালে হাওয়া লাগতে শুরু করে। যেহেতু কেজরিওয়ালের প্রধান রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের পরামর্শদাতা তিনি।
ফলত তাঁর নিরাপত্তার দায় নিতে বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধীরা। তাদের বক্তব্য পিকে কি কোনও জনপ্রতিনিধি! তবে কেন জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হচ্ছে তাঁকে? সেই সঙ্গে তিনি দলে আসতে পারেন এমন জল্পনাও শুরু হয়েছে। তিনি আগে জেডিইউ-এর সহ-সভাপতি ছিলেন। তবে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার তিনি তৃণমূলে যোগ দিতে পারেন! তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন দল যা ঠিক করবে তাই হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.