Header Ads

ছেলের খুনিকে খুন করে প্রতিশোধ নিল বাবা, ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

নজরবন্দি ব্যুরোঃ ঠিক দু বছরের মাথায় নিজের ছেলের খুনিকে গোপনে খুন করেও রেহাই পেল না বাবা। অভিযুক্ত আসামিকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল জয়নগর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০১৭তে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের চালতাবেড়িয়া অঞ্চলের বাসিন্দা দিবাকর সরদার পারিবারিক গণ্ডগোলের জেরে প্রতিবেশী রমেন মন্ডলের ছেলে বাবুসোনা মন্ডলকে খুন করে, তারপরই দিবাকর গ্রেফতার হয়েছিল এবং আদালতের নির্দেশ মত জীবন যাপন করছিল সে।
কিন্তু প্রতিবেশী রমেন মণ্ডল তার ছেলের খুনের প্রতিশোধ নেওয়ার জন্যই সর্বক্ষণ দিবাকরের পিছু নিতে থাকে। অবশেষে সে কৌশলে দিবাকর সর্দারকে গত ১৬ ই ফেব্রুয়ারি রাতে স্থানীয় চোরাডাকাতিয়া গ্রামের একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। এবং সেখানেই পরিকল্পনা করে তাকে মদের সঙ্গে কীটনাশক মিশিয়ে দুর্বল করে, তারপরে মাথায় জোরালো আঘাত করে মেরে ফেলে।
পুলিশ ১৯শে ফেব্রুয়ারি দিবাকরের মৃতদেহ উদ্ধার করার পর তদন্তে নেমে রমেন মণ্ডলকে ২২শে ফেব্রুয়ারী গ্রেপ্তার করে। ২৩ শে ফেব্রুয়ারি বারুইপুর আদালতে রমেনকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। এবং আদালত তা মঞ্জুর করে। এরপর দফায় দফায় পুলিশি জেরায় রমেন স্বীকার করে যে সে নিজে দিবাকরকে মেরেছে।আজ জয়নগর থানার পুলিশ অভিযুক্ত রমেন মণ্ডল কে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার পুনর্নির্মাণ করে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.