Header Ads

ফের বিতর্কে তৃণমূল, মন্ত্রী-বিধায়কদের টাকা নেওয়ার ছবি প্রকাশ্যে

নজরবন্দি ব্যুরো: ফের বিতর্কে জড়ালেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। রাজ্যের বেশ কয়েক জন মন্ত্রী-বিধায়কের টাকা নেওয়ার ছবি ধরা পড়েছে গোপন ক্যামেরায়।
কিছু দিন আগে এই খবর সংবাদমাধ্যমের দৌলতে জানা গিয়েছিল।
পুরসভা নির্বাচনের মুখে সেই স্টিং অপারেশনের ভিডিয়োকে হাতিয়ার করে এ বার কোমর বেঁধে ময়দানে নামল বঙ্গ বিজেপির নেতারা। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়— বুধবার একসঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন।
প্রজেক্টরে দেখালেন আধ ডজন মন্ত্রী এবং বেশ কয়েক জন বিধায়কের টাকা নেওয়ার ভিডিয়ো দেখান তাঁরা। নজরবন্দি ডট ইন অবশ্য ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। যদিও এই অভিযোগ আগেই সম্পূর্ণ নস্যাৎ করেছিলেন তৃণমূল নেতৃত্ব।

এ দিন রাজ্য বিজেপি-র সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন কৈলাস। বিজেপি যে এই ভিডিয়োকে কতটা গুরুত্ব দিচ্ছে, তার প্রমাণ মিলেছে তাঁর বক্তব্যের মধ্যে। এ দিন কৈলাসের এক পাশে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, অন্য দিকে, এ রাজ্যে বিজেপি-র অন্যতম শীর্ষ নেতা তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়। রাজ্য বিজেপি-র শীর্ষ স্তরের তিন নেতা একসঙ্গে সাংবাদিক সম্মেলন করছেন, সাম্প্রতিক কালে এমন ছবি দেখা যায়নি বিজেপি সদর দফতরে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.