Header Ads

তাপস পালের মৃত্যু নিয়ে বিস্ফোরক শতাব্দী, কি বলবেন মুখ্যমন্ত্রী?

নজরবন্দি ব্যুরো: তাপস পালের মৃত্যুর পরে বিভিন্ন বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এবার সেই বিতর্ককে আরও  বহু গুনে বাড়িয়ে দিলেন সহকর্মী ও  তৃণমূলের হেভি-ওয়েট শতাব্দী রায়।
আনন্দলোক পত্রিকায় তাপস স্মরণ সংখ্যায় তাঁর দীর্ঘ বক্তব্য অন্য তাপসকে তুলে ধরেছে।
এর মধ্যেই বোমা ফাটালেন তিনি। বলেন, আসলে কাছের মানুষদের এক এক করে সরে যেতে দেখাটা তাপসদা মেনে নিতে পারেন নি। আমাদের আগে উনি তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। তখন তো দল ক্ষমতাতেও ছিল না। কিন্তু শেষে যখন দেখলেন সেই সম্মানের জায়গাটা চলে গেল, দলের সাপোর্টও পেলেন না, সেটা ওঁকে মানসিকভাবে আরও ভেঙে দিল।
শতাব্দীর এই বক্তব্য নিশ্চিতভাবেই দলের লাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আর সেই কারণে শতাব্দীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.