সংসদে "ফেক নিউজ" ছড়িয়েছেন প্রধানমন্ত্রী! হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র কটাক্ষ বিরোধীদের।
নজরবন্দি ব্যুরোঃ ফের নজিরবিহীন ঘটনা ঘটল সংসদে। বৃহস্পতিবার সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ভাষণ মুছে ফেলা হল একটি শব্দ। বিরোধীদের বাক্যবানে আক্রমণ করতে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবহৃত শব্দটি মোছা হয়। অন্যদিকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও সংসদে মন্তব্য করেন। তাঁর মন্তব্যের ব্যবহৃত শব্দও মুছে ফেলা হয়।
২০১৮তেও এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল সংসদে। আবারও একই রকম ঘটনা ঘটল। বক্তৃতায় ব্যবহৃত কোন শব্দ মুছে ফেলা হল। এরকম ঘটনা আরও একবার ঘটেছিল ২০১৩ সালে। তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিরোধী দলনেতা অরুণ জেটলির মধ্যে সংসদে বাকযুদ্ধ চলছিল। সেই সময়ও দুজনের ব্যবহৃত একাধিক শব্দ মুছে ফেলা হয়েছে।
অন্যদিকে ফেক নিউজ ছড়ানোর অভিযোগ উঠল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে! তাও আবার খোদ সংসদে। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, ‘"ওমর আবদুল্লা বলেছেন, কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়া হলে কাশ্মীরে বড়সড় ভূমিকম্প হবে।
ফারুখ আবদুল্লা বলেছেন, কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়া হলে কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলন আরও তীব্র হবে। সাংবিধানিক পদে থেকে কোনও ব্যক্তি কী করে এমন বক্তব্য পেশ করতে পারেন।" কিন্তু ওমরের দল সাফ জানিয়ে দেয় এমন কোন কথা ওমর আবদুল্লা কোথাও বলেন নি। পরে দেখা যায় "ফেক নিউজ" নামের একটি মজার ওয়েবসাইটে রয়েছে খবরটি আর সেটা দেখেই প্রধানমন্ত্রী উক্ত কথাগুলি বলেছেন!
ফেক নিউজ ছড়ানোর অভিযোগে বিরোধীদের নিশানায় পড়েছেন মোদী। বিরোধীদের বক্তব্য, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র তাই এই অবস্থা!
২০১৮তেও এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল সংসদে। আবারও একই রকম ঘটনা ঘটল। বক্তৃতায় ব্যবহৃত কোন শব্দ মুছে ফেলা হল। এরকম ঘটনা আরও একবার ঘটেছিল ২০১৩ সালে। তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিরোধী দলনেতা অরুণ জেটলির মধ্যে সংসদে বাকযুদ্ধ চলছিল। সেই সময়ও দুজনের ব্যবহৃত একাধিক শব্দ মুছে ফেলা হয়েছে।
অন্যদিকে ফেক নিউজ ছড়ানোর অভিযোগ উঠল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে! তাও আবার খোদ সংসদে। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, ‘"ওমর আবদুল্লা বলেছেন, কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়া হলে কাশ্মীরে বড়সড় ভূমিকম্প হবে।

No comments