Header Ads

ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, আপার সমস্যা সমাধান হবে দ্রুত। নিয়োগের স্বচ্ছতা ফেরা নিয়ে সংশয়

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক মামলার কারণে আটকে আছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সেই মামলার জট সরিয়ে নিয়োগের কাজ শেষ করাটাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

গতকাল ছিল আপার প্রাইমারি মামলার শুনানি। কিন্তু সেই মামলার শুনানি ফের পিছিয়ে যায়। গতকাল আদালতের দিকে তাকিয়ে ছিলেন কয়েক হাজার হবু শিক্ষক। আপার প্রাইমারি কেসের শুনানি ছিল ৩৯ নম্বর কোর্টে ৫ নম্বর সিরিয়ালে। আপারের রায়দান ফের আটকে যায়।
সাবস্ক্রাইব করুন নজরবন্দির ইউটিউব চ্যানেল।
  আপারের পরবর্তী শুনানির তারিখ ১১ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। গতকাল সময়ের অভাবে শুনানি বেশিক্ষণ হয় নি। আদালত থেকে পাওয়া খবর অনুসারে, মাত্র ২০ মিনিট শুনানি চলার পরেই বিচারপতি জানিয়ে দেন এই মামলার পরবর্তী শুনানির দিন। আপারের আগে পার্শ্বশিক্ষকদের নিয়ে শুনানি চলার কারণে সময়ের ঘাটতি দেখা দেয়।
আর সেই কারণে এই আপার মামলার শুনানি পিছিয়ে যায়। তবে পরবর্তী শুনানির দিনে আপার মামলার জট কবে কাটবে তা সম্ভবত নির্ধারিত হতে চলেছে। আর সেই কারণে পরবর্তী শুনানির দিন কমিশন ও পরীক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

অপরদিকে, পশ্চিম বর্ধমান জেলার দেশবন্ধু কলেজে ক্লার্ক ও লাইব্রেরিয়ান ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার্থীরা কম্পিউটারে জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২০ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনপত্রের বয়ান ও আরও বিস্তারিত জানতে পারবেন নিচের ওয়েবসাইট থেকে। http://dbmcrj.ac.in/new_web/news/admin/uploads/eb184_Advertisement_in_college_website_for_03_Clerks.pdf

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.