মেহবুবা ও ওমর আবুল্লার উপর সুরক্ষা আইন প্রয়োগের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবুল্লাকে। এবার তাঁদের উপর জন সুরক্ষা আইন প্রয়োগের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দিষ্ট অভিযোগ ছাড়া তাঁদের ছ'মাস গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হওয়ার দিনে এই নির্দেশ এল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে টুইট করেছেন মুফতি-কন্যা ইলিজা। তিনি-ই তাঁর মায়ের টুইটার হ্যান্ডলের দেখভাল করেন। আবদুল্লা-মুফতির পাশাপাশি উপত্যকার আরও দুই রাজনীতিক পিডিপি-র সরতাজ মাধবী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা আলি মহম্মদ সাগরের বিরুদ্ধেও এই আইন কার্যকর হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ওমর আবদুল্লা থাকবেন সরকারি অতিথিভবন 'হরি নিবাস'-এ এবং মেহবুবা মুফতি থাকবেন শ্রীনগরের একটি সরকারি ভবনে।
গত সেপ্টেম্বরে ফারুক আবদুল্লার বিরুদ্ধেও এই একই ধারা প্রয়োগ করা হয়। আদালতে এই নিয়ে মামলাও হয়েছে। কেন্দ্রের তরফে তখনই জানানো হয়, জনসুরক্ষা আইনের আওতায় তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছে। এই আইনে অশীতিপর এই রাজনীতিবিদের বিরুদ্ধে 'সরকারি নির্দেশ লঙ্ঘন' করার অভিযোগ আনা হয়েছে, যার অর্থ তিন মাসের কম সময় আটক করে রাখা। প্রায় চার দশক আগের এই আইনে দ্বারা কোনও বিচার ছাড়াই এই আইনে যে কাউকে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত আটক করে রাখা যায়।

No comments