Header Ads

'বাবার পাশে দাঁড়িয়ে এমন পোশাক পরতে লজ্জা করে না' আবারও আক্রমনের মুখে সোনাম

নজরবন্দি ব্যুরো : মলং-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন পিত ও কন্যা। বাবা অনিল কাপুরের সঙ্গে হাজির ছিলেন কন্যা সোনাম ও। স্পেশাল স্ক্রিনিংয়ের আগে সোনাম আর অনিল কাপুর কে একসাথে পোজ দিতে ও দেখা যায়। সেইদিন সোনাম পড়েছিলেন কালো রঙের গাউন।

এরপরই শুরু হয় চরম সমালোচনা। সোনামের পোশাক নিয়েই শুরু হয় চরম সমালচনা। বাবার সামনে কি করে এই রকম পোশাক পড়েছেন তিনি এই প্রশ্ন অনেকেই করতে থাকে তাঁর উদ্দেশ্যে।বাবার সামনে কি ভাবে গোপনাঙ্গ প্রকাশ করলেন তা নিয়েও প্রশ্ন ওঠে। এতো সমালচনা করাতেও সোনাম কিন্তু এই বিষয়ে কোন মন্তব্য করেননি। তবে সোনামের উদ্দেশ্যে এইরূপ আক্রমন নতুন কিছু নয় এর আগেও সোনাম কে এই রকম আক্রমনের মুখোমুখি হতে হয়েছে।
 বেশকিছু দিন আগে জামিয়া মিলিয়া এবং শাহিনবাগ নিয়ে সোনামের বিরোধিতা করায়, তাঁর বাবা অনিল কাপুরের সাথে দাউদ ইব্রাহিমের সাথে একটি ছবি পোস্ট করে প্রশ্ন করা হয়েছিল, কেন তাঁর বাবা দাউদ ইব্রাহিমের সাথে দাঁড়িয়ে ?এই বিষয়ে নিয়ে অবশ্য মুখ খোলেন অভিনেত্রী। কিন্তু এইবার তিনি চাপ কেন ?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.