মেয়ের ইরার স্কুল প্রতিযোগিতায় দড়ি টানাটানি খেললেন মা সোহা
নজরবন্দি ব্যুরো: আর পাচঁজন সাধারণ অভিভাবের মতোই হয় সেলেবরা। তাই মেয়ে ইনারার স্কুলে প্রথম ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত ছিলেন মা সোহা আলি খান আর বাবা কুণাল খেমু।আর শুধু উপস্থিত থাকায় নয় দড়ি টানা টানি খেলায় অংশগ্রহণ ও করলেন অভিনেত্রী।
তবে শেষ পর্যন্ত দড়ি টানতে গিয়ে উলটে পড়লেন সোহা। তা এই মজার ভিডিও নিজেই আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায় সোহা। আর ক্যাপশনে লিখেছেন 'আমার প্রথম ক্রীড়া প্রতিযোগিতা দিন একজন অভিভাবকের ভূমিকায়'। ভিডিয়োটি দেখে হেসে পাগল হয়ে গেছেন সোহার ভক্তরা। ভিডিওটি দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেন।
২ বছর ৪ মাসের ইরার বিভিন্ন ছবি আর ভিডিও মাঝে মধ্যেই পোস্ট করেন বাবা কুণাল আর মা সোহা। সোহার দাড়ি টানাটানি খেলার ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8QbywQhbHS/?utm_source=ig_embed
তবে শেষ পর্যন্ত দড়ি টানতে গিয়ে উলটে পড়লেন সোহা। তা এই মজার ভিডিও নিজেই আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায় সোহা। আর ক্যাপশনে লিখেছেন 'আমার প্রথম ক্রীড়া প্রতিযোগিতা দিন একজন অভিভাবকের ভূমিকায়'। ভিডিয়োটি দেখে হেসে পাগল হয়ে গেছেন সোহার ভক্তরা। ভিডিওটি দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেন।
https://www.instagram.com/p/B8QbywQhbHS/?utm_source=ig_embed

No comments