Header Ads

কামারহাটি পুরসভা নির্বাচনে চমক মদন মিত্র! সিদ্ধান্ত প্রায় পাকা

নজরবন্দি ব্যুরো:কামারহাটিতে মদন মিত্রকে সামনে রেখেই সম্ভবত পুরভোটে লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস। ভোট-পরবর্তী পরিস্থিতিতে কামারহাটি পুরসভার চেয়ারম্যানও হতে পারেন মদন মিত্র।
এমন খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে।
ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সেখানে নিয়মিত সময় দেওয়া শুরু করেছেন। পুরভোটে কোন ওয়ার্ড থেকে প্রার্থী হবেন তিনি, তাও প্রায় নির্দিষ্ট হয়ে গিয়েছে।
অপরদিকে, একুশের বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে প্রবলভাবে শোনা যাচ্ছে কামারহাটির বর্তমান চেয়ারম্যান গোপাল সাহার নাম। যদিও গোপালবাবু পুরভোটেও প্রার্থী হচ্ছেন তা নিশ্চিত।

বেশ কিছুদিন ধরে মূল রাজনীতি থেকে সরে থাকতে দেখা গিয়েছিল মদন মিত্রকে। নিন্দুকেরা বলেন, বাধ্যহয়ে তিনি মূল রাজনীতি থেকে দূরে ছিলেন। বাধ্য হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফিরিয়ে আনেন ভাটপাড়া উপনির্বাচনে প্রার্থী করে। যদিও ওই নির্বাচনে মদন মিত্র পরাজিত হন। এর পরেও তাঁর উপর ভরসা রাখতে চাইছে তৃণমূল নেতৃত্ব। কারণ এর আগে সরকারের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মদন মিত্র। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.