Header Ads

আগুন নিয়ে খেলছে ,এখনও অনিশ্চিত জনগণনা, ধাক্কা সামলাতে হিমশিম খাবে রাজ্য

নজরবন্দি ব্যুরো: এপ্রিলের প্রথম দিনে গোটা দেশে জনগণনার কাজ শুরু হবে। চলবে ৬ মাস ধরে। কিন্তু তার মধ্যে এ রাজ্যে সেই কাজ হবে কি না, তা নিশ্চিত করে বলতে পারছেন না কোনও আধিকারিক।
কাজটা না-হলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। জনগণনা নিয়ে রাজ্যে চলতে থাকা সাম্প্রতিক 'অস্পষ্টতা' ঘিরে আমলা-আধিকারিক এবং সংশ্লিষ্ট অনেক বিশেষজ্ঞেরই আশঙ্কা প্রকাশ করেছেন। সঠিক সময়ে এবং যথাযথ পদ্ধতিতে আদমশুমারির কাজ না-হলে তা সব ধরনের আর্থিক সমীক্ষার উপরে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। তার ফল রাজ্যের পক্ষে খুব খারাপ হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবং তার ধাক্কা সামলাতে হবে আগামী অন্তত বেশ কয়েক বছর।

গোটা দেশের সব ধরনের আর্থিক সমীক্ষার অন্যতম মূল ভিত্তি জনগণনার তথ্যভাণ্ডার। বিশেষজ্ঞদের বক্তব্য, সেই তথ্যভাণ্ডার ঠিক ভাবে তৈরি না-হলে এই সব সমীক্ষা ধাক্কা খাবে। সাধারণ মানুষের সহায়ক প্রকল্প বা কর্মসূচি সম্পর্কে নির্ভুল সিদ্ধান্তও নেওয়া কষ্টকর হয়ে যাবে। আমলা-আধিকারিক এবং বিশেষজ্ঞদের মতে, জনগণনা প্রক্রিয়ায় কোনও কারণে গোলমাল হলে নির্দিষ্ট কোনও রাজ্য নয়, সমস্যায় পড়তে হবে গোটা দেশকেই। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.