Header Ads

মধ্যবিত্তের জন্যে ভাল খবর, গ্যাস সিলিন্ডারে দেওয়া ভর্তুকির পরিমাণ প্রায় দ্বিগুণ

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি এক ধাক্কায় অনেকটাই দাম বেড়েছে গ্যাসের। গ্যাসের দাম এভাবে বৃদ্ধি পাওয়াতে পরে মধ্যবিত্তের হেঁসেলে রীতিমত আগুন। এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তির খবর দিয়ে গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়াল মোদী সরকার।
গ্যাস সিলিন্ডারে দেওয়া ভর্তুকির পরিমাণ প্রায় দ্বিগুণ করে দিয়েছে। ইতিমধ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এই ব্যাপারে বিবৃতি দিয়ে এই কথা জানান হয়েছে। পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধির কারণও জানান হয়েছে।

এই প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এখন দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারে ১৫৩.৮৬ টাকা ভর্তুকি দেওয়া হয়ে থাকে।
যা বেড়ে ২৯১.৪৮ টাকা করা হয়েছে।  একইভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিমের আওতায় বিতরণ করা সংযোগে সিলিন্ডার পিছু ভর্তুকি ছিল ১৭৪.৭৬ টাকা। তা বেড়ে সিলিন্ডার পিছু ৩১২.৪৮ টাকা করা হয়েছে। দিল্লিতে ভর্তুকি যুক্ত এলপিজি সিলিন্ডার বাদ দিয়ে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৪.৫০ টাকা বাড়ান হয়েছে। যা ৭১৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৫৮.৫০ টাকা।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.