Header Ads

ধর্ষক বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করল আদালত!

নজরবন্দি ব্যুরো: ফের খারিজ হল প্রণভিক্ষার আবেদন। নির্ভয়া মামলায় অন্যতম দোষী বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। বিনয় শর্মার আইনজীবীর যুক্তি, তাঁর মক্কেল শারীরিক এবং মানসিকভাবে সুস্থ নয়।
তাঁর উপর জেলের ভিতর অকথ্য অত্যাচার চালানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংশ্লিষ্ট তথ্য সঠিকভাবে রাষ্ট্রপতির জমা করা হয় নি বলে গুরুতর অভিযোগ। এই প্রসঙ্গে কেন্দ্র জানায়, বিনয় শর্মা সব রকমভাবে সুস্থ রয়েছে।
এরপর বিচারপতি আর ভানুমতি, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এ স বোপান্নার বেঞ্চ এই দাবির সারবত্তা নেই বলে যুক্তি দেখিয়ে ধর্ষকের আবেদন খারিজ করে দেয়।
আইনি জটিলতার কারণ দেখিয়ে ফাঁসির তারিখ পিছোতে সক্ষম হয়েছে দোষীরা। গত ১১ ফেব্রুয়ারি সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে প্রাণভিক্ষার আবেদন জানায় বিনয় শর্মা। সব রকম আইনি সুযোগ ব্যবহারের শেষ দিনে এই আবেদন ফাইল করে বিনয় শর্মা। মুকেশ সিংও ঠিক একই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল গত ২৯ জানুয়ারি। সেই আবেদন খারিজও করে দেয় শীর্ষ আদালত। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.