Header Ads

বিতর্কের মাঝেই সুষ্ঠ ভাবে মিটল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

নজরবন্দি ব্যুরো: রাজ্যপালের আমন্ত্রণ নিয়ে বিতর্কের মাঝেই সুষ্ঠভাবে মিটল কুচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপাল আমন্ত্রিত না হলেও রাজ্যের তিন মন্ত্রী উপস্থিত ছিলেন সমাবর্তনে। ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মন। ডিগ্রি প্রাপকদের হাতে শংসাপত্র তুলেদেন স্বয়ং উপাচার্য।
রাজ্যপাল না থাকায় সমাবর্তন কোর্টের সব দায়িত্ব দায়িত্ব সামলান উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়। এবছর বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন কৃতি পড়ুয়াদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়। আমন্ত্রিত না হওয়ায় রাজ্যপাল টুইট করে ক্ষোভ উগরে দিয়েছিলেন আগেই।
তারপর উপাচার্যকে শো কজ লেটার পাঠায় রাজ্যপাল। যদিও রাজ্যপালের কাছ থেকে কোন চিঠি পাননি বলে জানিয়েছেন উপাচার্য। তবে আমন্ত্রণ বিতর্ক নিয়ে এদিন উপস্থিত মন্ত্রীরা রাজ্যপাল জগদীপ ধনকড়কেই দায়ি করেছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.