করোনা রুখতে গোবর ও গোমূত্র খাওয়ার দাওয়াই হিন্দু মহাসভার সভাপতির
নজরবন্দি ব্যুরোঃ শুধু চিনেই নয় গোটা বিশ্ব জুড়ে তৈরি হয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। ভারতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। যাতে এই ভাইরাস ভারতে না ছড়িয়ে পড়ে সে দিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। করোনা রুখতে বিশেষ মেডিক্যাল টিম বসানো হয়েছে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর গুলিতে। এখনও পর্যন্ত এই ভাইরাসের কোন সঠিক প্রতিষেধক আবিষ্কার হয় নি। সরকার যখন এহেন মারণ ভাইরাসের থাবা থেকে নাগরিকদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে তারমাঝেই করোনা রুখতে নয়া উপায় বাতলে নিল হিন্দু মহসভার সভাপতি।
করোনা রুখতে তাঁর পরামর্শ রীতিমত বুড়ো আঙুল দেখাবে চিকিৎসক কিংবা বিজ্ঞানীদের। তাঁর রোগ মুক্তির দাওয়াই শুনলে মাথা ঘুরে যেতে পারে আপনাদের। কিন্তু ঠিক কি বলেছিলেন তিনি! হিন্দু মহসভার সভাপতি স্বামী চক্রপানির কথায় "ওম নম শিবায় বলে খেয়ে নিন গো মূত্র ও গোবর৷ মুহূর্তেই শেষ হয়ে যাবে করোনা ভাইরাস৷" করোনা রুখতে মহাসভা যজ্ঞ করবে বলেও জানিয়েছেন তিনি। আর এই অতি অবৈজ্ঞানিক এই দাওয়াই ঘোষণার পর রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা। উল্লেখ্য চীনে করোনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০০ জনের। ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। চীনের ইউহান প্রদেশেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ৷
বলাচলে একটুকরো মৃত্যুপুরী তৈরি হয়েছে গোটা ইউহান প্রদেশ। এই এলাকায় পুরোপুরি বন্ধ যাতায়াত। নতুন কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। শুক্রবার চীনে বসবাসরত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনও বাকি রয়েছেন অনেকেই। সরকারের তরফেই তাঁদের দ্রুত ফিরিয়ে আনার কাজ চলছে। তবে তার মাঝে করোনা রুখতে হিন্দু মহসভার সভাপতি স্বামী চক্রপানির দেওয়া পরামর্শ শুনে স্তম্ভিত দেশের অধিকাংশ মানুষ। অনেকেই শোস্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন।
করোনা রুখতে তাঁর পরামর্শ রীতিমত বুড়ো আঙুল দেখাবে চিকিৎসক কিংবা বিজ্ঞানীদের। তাঁর রোগ মুক্তির দাওয়াই শুনলে মাথা ঘুরে যেতে পারে আপনাদের। কিন্তু ঠিক কি বলেছিলেন তিনি! হিন্দু মহসভার সভাপতি স্বামী চক্রপানির কথায় "ওম নম শিবায় বলে খেয়ে নিন গো মূত্র ও গোবর৷ মুহূর্তেই শেষ হয়ে যাবে করোনা ভাইরাস৷" করোনা রুখতে মহাসভা যজ্ঞ করবে বলেও জানিয়েছেন তিনি। আর এই অতি অবৈজ্ঞানিক এই দাওয়াই ঘোষণার পর রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা। উল্লেখ্য চীনে করোনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০০ জনের। ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। চীনের ইউহান প্রদেশেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ৷

No comments