Header Ads

কে হবেন নির্বাচক কমিটির প্রধান? কি তার মাপকাঠি? স্পষ্ট ইঙ্গিত দিলেন দাদা

নজরবন্দি ব্যুরোঃ শেষ হতে চলেছে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ ও গগন খোড়ার মেয়াদ। আর নতুন নির্বাচক প্রধান হবার জন্য আবেদন করেছেন অনেক প্রাক্তন তারকা। এদের মধ্যে আছেন অজিত আগারকার, লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ, ভেঙ্কটেশ প্রসাদ, রাজেশ চৌহ্বান, নয়ন মোঙ্গিয়া, চেতন চৌহ্বান, নিখিল চোপরা, আবে কুরুভিল্লা। এদের মধ্যে ১ জন কে বেছে নেবেন আরপি সিং, মদনলাল এবং সুলক্ষণা নায়েককে নিয়ে তিরি হওয়া হয়। নতুন উপদেষ্টা কমিটি। কিন্তু গত পরশু সাংবাদিক সম্মেলনে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন জাতীয় দলের জার্সিতে সর্বাধিক যিনি টেস্ট খেলেছেন তিনিই হবেন নির্বাচক কমিটির চেয়ারম্যান।
 যদি তাই হয় তাহলে আবেদন করা ক্রিকেটারদের মধ্যে সবার আগে সুযোগ পাবেন নয়ন মোঙ্গিয়া। ভারতের এই প্রাক্তন উইকেট কিপার দেশের হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন এর পর আগারকার (২৬), ভেঙ্কটেশ প্রসাদ (৩৩) এবং চেতন চৌহ্বান (৪০)। কিন্তু এখন বোর্ডের অন্দরে এই নিয়ে ধোঁয়াশা রয়েছে যে সিনিয়ারিটি না কি বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা? কোনটা মাপকাঠি হতে চলেছে নির্বাচক কমিটির চেয়ারম্যান হবার পক্ষে। তবে দাদা যখন বলেছেন সেটা অন্যরা ফেলতে পারবেন বলে মনে করছেন না ময়দানের অভিজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.