কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবিতে শ্রাবন্তী-প্রসেনজিৎ এর জুটি
নজরবন্দি ব্যুরো :কৌশিক গাঙ্গুলির নতুন ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ-শ্রাবন্তী কে। প্রসেনজিৎ এর সাথে আগেও শ্রাবন্তী জুটি বেঁধেছিল। কিন্তু বাবা মেয়ের সম্পর্কে। এবার প্রথম বারের জন্য তাঁর জুটি বাঁধতে চলেছেন। এই ছবির নাম কাবেরী অন্তর্ধান।১৯৭৫ সময়ের পটভূমিতে ছবিটি তৈরী হচ্ছে। সেই সময়ের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়।
১৯৭৫থেকে ১৯৭৭ পর্যন্ত ১৮ মাসের জরুরি অবস্থার প্রেক্ষাপটে সেও সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এই সময়ের পটভূমিতে ছবি বানাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। শনিবার ছবিটির এই ঘোষণা করলেন পরিচালক। আর স্থানটি ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়ি।পরিচালক জানিয়েছেন এই ছবি একেবারে রাজনৈতিক ছবি নয় এটি একটি রোমান্টিক থ্রিলার।জরুরী অবস্থার প্রেক্ষাপটে দেখা যাবে দুজন মানুষের সম্পর্কের গল্প।প্রসেনজিৎ,শ্রাবন্তী ছাড়া এই ছবিতে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন,ইন্দ্রাশিস রায়,অম্বরীশ ভট্টাচার্য।এই ছবির প্রযোজক সুরিন্দর ফিল্মস।ফ্রেব্রুয়ারি শেষ থেকেই এই ছবির শুটিং শুরু হবে।

No comments