Header Ads

প্রাইমারিতে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি

নজরবন্দি ব্যুরো: সেন্ট্রাল টিচার এলিজিবিটি টেস্ট-জুলাই ২০২০-র জন্য দরখাস্ত নেওয়া চলছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই পরীক্ষা হবে ৫ জুলাই। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুল যেমন, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল, সেন্টাল টিবেটান স্কুল, দিল্লি সাবর্ডিনেট সার্ভিসের বিভিন্ন স্কুল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুল ইত্যাদিতে প্রতিবছর বেশ কয়েক হাজার শূন্যপদে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিটেট পরীক্ষার সফল হওয়া আবশ্যিক। সিটেটের আয়োজক সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন।
পরীক্ষায় মোট ৬০ শতাংশ নম্বর তুললে সার্টিফিকেট দেওয়া হয়। তা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ডাকের মাধ্যমে। ওই সার্টিফিকেট ব্যবহার করা যাবে ফল বেরোনোর পর ৭ বছর পর্যন্ত, এক জন পরীক্ষার্থী যতবার খুশি এই পরীক্ষায় বসতে পারবেন, আরও ভাল স্কোরের জন্য। শিক্ষকতার চাকরিতে আবেদন করার সময় সেরা স্কোরটি ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.