Header Ads

রাজ্যে চাকরি নেই, মেয়রের কাছে চাকরির আবেদন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

নজরবন্দি ব্যুরোঃ একটা কাজ দেবেন? মোটা টাকা খরচ করে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেও জোটেনি চাকরি। অবশেষে চাকরির জন্য মিনতি করতে হয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে। মোটা টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়েও চাকরি নেই রাজ্যে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে প্রশ্ন উঠছে রাজ্যের কর্ম সংস্থান নিয়ে।
সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব এই বিষয়ে মন্তব্য করেছেন, একদিকে রাজ্য সরকার কর্মসংস্থানের কথা বলছে, অন্য দিকে রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মেয়য়ের কাছে চাকরির জিন্য পার্থনা করছে। কারণ হাজার হাজার ডিগ্রি নিয়েও জে এই রাজ্যে চাকরি পাওয়া মুশকিল সেটা তাঁরা বুঝেগেছে। মধুছন্দা দেব আরও বলেছেন, আমাদের রাজ্যে গ্রিন পুলিশ আর ১০০ দিনের কাজ ছাড়া আর কোনও কাজ নেই।
কিন্তু তার জন্যও প্রয়োজন শাসক দলের সুপারিশ। পড়ুয়ারা বুঝেছে এ রাজ্যে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয়। অর্কদেব পাল গড়িয়ার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। দক্ষিণ কলকাতার কুঁদঘাট এলাকার বাসিন্দা। মেধাবী ছাত্র হিসাবেই পরিচিত সে। অর্কদেব পালের চাকরির আবেদন শুনে মেয়র তাঁকে বলেছে, চাকরি নিয়ে চিন্তা কোরো না। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছো।
আগামী দিনে বাঁধ বানাবে, দেশের বড় বড় নির্মাণ কাজে ছাপ রাখবে তোমরাই। একই ভাবে মেয়রের কাছে চাকরির আবেদন জানিয়েছেন হুগলির সুশান্ত প্রজাপতি নামে এক ব্যক্তি। মেয়র তাঁকে বলেছেন, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করো, চাকরি অবশ্যই হবে। বিজেপি নেতা বিজয় ওঝা এই বিষয়ে মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রী বলেন, বাংলা আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা। কিন্তু বাস্তব ছবি সম্পুর্ন আলাদা। আমাদের রাজ্যে চাকরি নেই। রাজ্যের ছেলে মেয়েদের এখন চাকরির জন্য যেতে হয় অন্য রাজ্যে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.