রাজনীতিতে নয়া চমক, একই মঞ্চে দিদি-মোদী
নজরবন্দি ব্যুরোঃ মোদী-মমতা আবারও একই মঞ্চে বসতে চলেছেন। আর যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তবে এবার আর দেশের মধ্যে নয়, বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার আয়োজিত একটি অনুস্থানে তাঁদের যোগ দেওয়ার কথা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণেই তাঁরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। ১৭ই মার্চ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে দেশের সরকারের তরফেও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা। সেই মত চললে নির্ধারিত দিনেই একই মঞ্চে দেখা যাবে মোদী, মমতা ও হাসিনাকে। আর যদি সোনিয়াও থাকেন তবে বিরোধীদের সঙ্গে একই মঞ্চে বসবেন মোদী। তবে মোদী, মমতা ও হাসিনাকে শান্তিনিকেতনের একই মঞ্চে দেখা গিয়েছিল।

No comments