Header Ads

টেস্টে হারের পর টিম ম্যানেজমেন্টকে তীব্র সমালোচনা করলেন কপিল দেব!

নজরবন্দি ব্যুরো: কিউইদের কাছে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল বিরাট বাহিনী। তার পরেই ছন্দ পতন টিম ইন্ডিয়ার। একদিনের সিরিজে ০-৩ ব্যবধানে হারের পর  নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হার। এই হারের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তুললেন কপিল দেব।

কপিলের মতে দল গঠনের বহু গলদ রয়েছে। এর পরেই তিনি বলেন, "আমি বুঝতে পারছি না প্রতি ম্যাচে এত পরিবর্তন কেন করা হয়েছে। কোন সেট দল নেই। দলে কোন ক্রিকেটারের স্থায়িত্ব যদি না থাকে, তার প্রভাব খেলার উপর পড়ে।''

দলের ব্যাটিং লাইনআপ নিয়েও প্রশ্ন তুলেছেন কপিলদেব। তিনি বলেন, "কে এল রাহুল টেস্ট দলে না থাকায় আমি কিছুটা অবাক হয়েছি। টি-২০ তে সিরিজের সেরা রাহুল দুরন্ত ফর্মে আছেন। সব ফরম্যাটে দারুণভাবে মানিয়ে নেয় ও। তাকে কিভাবে টেস্ট দলের বাইরে রাখল টিম ম্যানেজম্যান্ট তা আমি বুঝতে পারলাম না।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.