খুদে ভক্তকে প্রাণ ভরে আদর সলমনের
নজরবন্দি ব্যুরো :ভাইজান যে বাচ্চা ভালোবাসে সেটা সবাই জানে। সলমন বাচ্চা এতটাই ভালোবাসে যে বাচ্চাদের সাথে সময় কাটাতেও বড্ড ভালোবাসে সলমন। সম্প্রতি একটি ছোট্ট শিশুর সাথে ভাইরাল হয়েছে সলমনের এটি ভিডিও ও ছবি। বর্তমানে সলমন ব্যাস্ত তাঁর আপকামিং ছবি 'রাধে-দ্য মোস্ট ওয়ান্ডেট ভাই' এর শ্যুটিং-এ।
আর শুটিং এ হঠাৎ করে চলে আসে সলমনের এক খুদে ভক্ত।গোলাপি টিশার্ট পড়া ছোট্ট একটি। নিজের এতো বড়ো ফ্যান কে না আদর করে থাকা যায় নাকি। তাই সলমন ও তাঁর খুনে ফ্যান কে কাছে টেনে আলাপ করেন। ছবি ও তোলেন ছোট্ট মেয়েটির সাথে ভিডিও করেন। খুদের গালে মাথায় হামি ও দেন সলমন অনেক আদর করে দেন খুদেটিকে। অন্য দিকে ছোট্ট মেয়েটির খুব আনন্দ। প্রিয় তারকা পাশে তাই তাঁর মুখে ময় ভরা হাসি।
আর শুটিং এ হঠাৎ করে চলে আসে সলমনের এক খুদে ভক্ত।গোলাপি টিশার্ট পড়া ছোট্ট একটি। নিজের এতো বড়ো ফ্যান কে না আদর করে থাকা যায় নাকি। তাই সলমন ও তাঁর খুনে ফ্যান কে কাছে টেনে আলাপ করেন। ছবি ও তোলেন ছোট্ট মেয়েটির সাথে ভিডিও করেন। খুদের গালে মাথায় হামি ও দেন সলমন অনেক আদর করে দেন খুদেটিকে। অন্য দিকে ছোট্ট মেয়েটির খুব আনন্দ। প্রিয় তারকা পাশে তাই তাঁর মুখে ময় ভরা হাসি।

No comments