Header Ads

সোয়াইন-ফ্লুতে আক্রান্ত শীর্ষ আদালতের ৬ আইনজীবী, সমস্যা মেটাতে ময়দানে প্রধানবিচারপতি

নজরবন্দি ব্যুরোঃ ভারতে ক্রমেই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। আগেই একটি সফটওয়্যার কোম্পানির দুই পদস্থ আধিকারিকের সোয়াইনফ্লুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এবার সুপ্রিম কোর্টের ছয় বিচারপতি আক্রান্ত হলেন সোয়াইন ফ্লুতে। যার জেরে আদালতের বিচার কাজে বেশ সমস্যা তৈরি হচ্ছে। ছয় বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা।
তার মাঝেই তাঁদের আক্রান্ত হওয়ার খবর এল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরৎ অরবিন্দ বোবদে। আইনজীবীদের নিয়ে একটি জরুরী কালীন বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে সব সমস্যা সমাধানে কথাবার্তা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। শবরীমালা মতো একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। সেই অবস্থায় ছয় বিচারপতির সোয়াইন ফ্লুতে আক্রান্ত। আইনজীবীরা আদালতে অচলাবস্থা তৈরির আশঙ্কা করছেন। তবে প্রধান বিচারপতি অযথা উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন।
বিচারপতিদের আপাতত বাড়িতে চিকিৎসা চলছে। তাঁরা সুস্থ হয়ে কবেআদালতের কাজে যোগ দেবেন তা নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য । তবে শীর্ষ আদালতে জানানো হয়েছে আদালত চত্বরে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প তৈরি করা হবে। জরুরী ভিত্তিতে সেই ক্যাম্পেই স্বাস্থ্য পরীক্ষা থেকে প্রতিষেধকের বন্দোবস্ত করা হবে। ভারতে হু হু করে বাড়তে শুরু করেছে সোয়াইনফ্লুতে আক্রান্তের সংখ্যা। সেই অবস্থায় সুপ্রিমকোর্টের আইনজীবী আক্রান্ত হওয়ার খবর আসায় নড়েচড়ে বসল কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.