বিশ্বের প্রথম ২০র মধ্যে ১২ নম্বরে স্থান; ফোবস ম্যাগাজিন সম্মান জানাল কানহাইয়া কে!
নজরবন্দি ব্যুরোঃ ভারতবর্ষের উদীয়মান নেতাদের তালিকায় তাঁর নাম প্রথম সারিতেই আসে। প্রখর যুক্তিতে তিনি কাত করতে পারেন তাবড় রাজনৈতিক ব্যাক্তিত্বকে। এখন সারা দেশ জুড়ে তিনি নেমেছেন এনআরসি, সিএএ বিরোধী প্রচারে।চাঁচাছোলা যুক্তিই তাঁর হাতিয়ার। সেই কানহাইয়া কুমার কে সম্মান জানাল বিশ্ব বিখ্যাত ফোবস ম্যাগাজিন!
সমগ্র বিশ্বের মধ্যে আগামীদিনে নির্নায়ক ভূমিকা পালন করবে এমন ২০ জন ব্যাক্তির তালিকা প্রকাশ করেছে ফোবস। আর এই প্রথম ২০ জনের তালিকায় স্থান পেয়েছেন ভারতের সব থেকে প্রতিশ্রুতিমান তরুন রাজনৈতিক মুখ কানহাইয়া কুমার। ২০ জনের মধ্যে তিনি স্থান পেয়েছেন ১২ নম্বরে। এই তালিকা প্রকাশ করে ফোবস জানিয়েছে এই ২০ জন হয়ে উঠবেন আগামীদিনের সবথেকে ক্ষমতাবান ব্যাক্তিত্ব।
সমগ্র বিশ্বের মধ্যে আগামীদিনে নির্নায়ক ভূমিকা পালন করবে এমন ২০ জন ব্যাক্তির তালিকা প্রকাশ করেছে ফোবস। আর এই প্রথম ২০ জনের তালিকায় স্থান পেয়েছেন ভারতের সব থেকে প্রতিশ্রুতিমান তরুন রাজনৈতিক মুখ কানহাইয়া কুমার। ২০ জনের মধ্যে তিনি স্থান পেয়েছেন ১২ নম্বরে। এই তালিকা প্রকাশ করে ফোবস জানিয়েছে এই ২০ জন হয়ে উঠবেন আগামীদিনের সবথেকে ক্ষমতাবান ব্যাক্তিত্ব।
গান্ধী জিন্দেগি হলে গডসে কে? 
কানহাইয়া ছাড়াও ফোবস ম্যাগাজিনে স্থান পেয়েছেন প্রশান্ত কিশোর, তৃণমূলের মহুয়া মিত্র এবং হরিয়ানার ডেপুটি সিএম দুসন্ত চৌটালা। পাশাপাশি রয়েছেন গরিমা আরোরা। 

Like
ReplyDelete