Header Ads

আম্মার পর এবার ভারতনট্টমের পোশাকে কঙ্গনা।

নজরবন্দি ব্যুরো :তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। সাধারণ জনগনের জন্য তিনি আম্মা। এইবার আম্মা কে দেখা গেল নতুন লুকে। তবে রিয়েল লাইফে নয় রিল লাইফে।

 তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক তৈরী হচ্ছে। তামিল এই ছবির নাম 'থালাইভি'। হিন্দিতে ছবির নাম 'জয়া'। জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এই ছবির পরিচালক এ এল বিজয়।
 এই ছবির চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী’, ‘মণিকর্ণিকা’ খ্যাত কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।এই ছবির নতুন একটি ছবি আপলোড হয়েছে তরুণী হ্যা কে দেখা যাচ্ছে নৃত্য শিল্পীর ভূমিকায়। ভারতন্ত্যমের পোশাক পড়ে নাচছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.