চিনের বাসিন্দা ও সেখানকার বিদেশিদের অনলাইন ভিসা সাময়িক বন্ধ করল ভারত
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের আতঙ্ক এশিয়ার প্রায় সব দেশে ছড়িয়ে পড়ছে। এরমাঝেই রবিবার ভারত সরকার জানিয়েছে চিনের বাসিন্দাদের জন্য অনলাইন ভিসা সাময়িক ভাবে বন্ধ করা হচ্ছে। চিনের রাজধানী বেজিংয়ের ভারতীয় দুতাবাসের তরফে এ কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছ। এই নিয়ম কার্যকর হবে চিনের নাগরিকদের পাশাপাশি সে দেশে বসবাসকারী অন্য বিদেশী নাগরিকদের জন্য।
চিনের এই ভয়াবহ পরিস্থিতিতে দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে চিনে বসবাসকারী ভারতীয়রা যদি দেশে ফিরতে চায় তাঁদের সাহায্য করবে দূতাবাস। উল্লেখ্য চীনে করোনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। প্রায় সব দেশেই লাল সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক বিমান বন্দরগুলিতেও কড়া নজরদারি চালানো হচ্ছে। মেডিক্যাল চেকাপের জন্য বসানো হয়েছে চিকিৎসকদের বিশেষ টিম। চীনে আঁটকে পড়া অন্য দেশের নাগরকদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সে দেশগুলির সরকার।
চিনের এই ভয়াবহ পরিস্থিতিতে দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে চিনে বসবাসকারী ভারতীয়রা যদি দেশে ফিরতে চায় তাঁদের সাহায্য করবে দূতাবাস। উল্লেখ্য চীনে করোনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। প্রায় সব দেশেই লাল সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক বিমান বন্দরগুলিতেও কড়া নজরদারি চালানো হচ্ছে। মেডিক্যাল চেকাপের জন্য বসানো হয়েছে চিকিৎসকদের বিশেষ টিম। চীনে আঁটকে পড়া অন্য দেশের নাগরকদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সে দেশগুলির সরকার।

No comments