‘জঙ্গিদের বিরিয়ানি নয়, গুলি খাওয়াব’ শাহিনবাগ নিয়ে মন্তব্য যোগী আদিত্যনাথের
নজরবন্দি ব্যুরোঃ সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে জোর কদমে শুরু হয়েছে। এই প্রথম দিল্লি বিধানসভা ভোটের আগে শনিবার বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই প্রচার সভা থেকে দিল্লির আপ সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন যোগী। নির্বাচনী জনসভায় ঘুরেফিরে শাহিনবাগে চলা সিএএ বিরোধী আন্দোলনকেই কটাক্ষ করেন যোগী।
সিএএ-এর সমর্থনেই প্রচার শুরু করেছে বিজেপি। শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলন চলছে প্রায় দুমাস ধরে। বিজেপির একাধিক নেতৃত্ব আগেও শাহিনবাগ আন্দোলন নিয়ে রীতিমত হুঁশিয়ারি দিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের পথেই হাঁটতে দেখাগেল যোগীকে।
যোগী এদিনের সভা থেকে শাহিনবাগ আন্দোলন নিয়ে কটাক্ষের সুরে বলেন "শাহিনবাগের প্রতিবাদীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি নির্বাচিত হয়ে আসার পর থেকেই আমরা জঙ্গিদের বিরিয়ানি না, গুলি খাওয়াচ্ছি।” যোগীর এই মন্তব্য ঘিরে এতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সমালোচনাও হচ্ছে সর্বত্র। তবে কোন সমালোচনাকেই গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
সিএএ-এর সমর্থনেই প্রচার শুরু করেছে বিজেপি। শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলন চলছে প্রায় দুমাস ধরে। বিজেপির একাধিক নেতৃত্ব আগেও শাহিনবাগ আন্দোলন নিয়ে রীতিমত হুঁশিয়ারি দিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের পথেই হাঁটতে দেখাগেল যোগীকে।

No comments