তেজপাতা তোমার এতো গুণ? জানুন, ব্যাবহার করুন।
নজরবন্দি ব্যুরোঃ তেজপাতা এমন একটা জিনিস যা খাবার পাতে পড়লেই আমরা বেশ বিরক্ত হই। কিন্তু আপনারা কি জানেনে এই তেজপাতার কত গুণ।আসুন জেনেনি এই তেজপাতর কি কি গুণ।
তেজপাতা খাবার সুস্বাদু করে তাই নয় পাশাপাশি ত্বক চুল ভালো রাখে, হজমের সমস্যা দূর করে।হার্টের অসুখ ও ডায়বেটিস কমাতে এই তেজ পাতা সাহায্য করে।
চুলের যত্নের জন্য তেজপাতা খুবই উপকারী। তেজপাত বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন আধ ঘন্টা তারপর ভালো করে শ্যাম্পু আর কন্ডিশন দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।খুসকি থেকে চুল পরা সব সমস্যা থেকে রেহাই পাবেন। শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। টাইপ টু ডায়বেটিস এর জন্য এই তেজপাতা খুবই উপকারী।
হজমের সমস্যা নিরাময়ের জন্য তেজপাতা খুবই উপকারী।
শরিরের যে কোন ক্ষত সারাতে তেজপাতা খুবই কার্যকর।
সর্দি কাশি হলে চা বা গরম জলের সাথে তেজপাতা ফুটিয়ে খেলে সর্দি কাশি থেকে রেহাই পাওয়া যায়।
চুলের যত্নের জন্য তেজপাতা খুবই উপকারী। তেজপাত বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন আধ ঘন্টা তারপর ভালো করে শ্যাম্পু আর কন্ডিশন দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।খুসকি থেকে চুল পরা সব সমস্যা থেকে রেহাই পাবেন। শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। টাইপ টু ডায়বেটিস এর জন্য এই তেজপাতা খুবই উপকারী।

No comments