Header Ads

ঢাকায় পুরসভা ভোটে বিরোধীদের উড়িয়ে জয়ী হাসিনার আওয়ামী লিগ।

নজরবন্দি ব্যরোঃ ঢাকা সিটির নির্বাচনে দুটি কেন্দ্রেই মেয়রপদে জয়ী হয়েছেন দেশের ক্ষমতাধীন আওয়ামী লিগ পার্টি মনোনীত প্রার্থীরাই। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এই নির্বাচনে নৌকা চিহ্নে দাঁড়িয়ে নাগরিকদের মন কাড়তে পেরেছেন দুই জয়ী। ঢাকা উত্তরের মেয়র হয়েছেন আতিকুল ইসলাম। এবং ঢাকা দক্ষিণ সিটিতে জয়ী হয়েছেন শেখ ফজলে নূর তাপস। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে ভোট গ্রহণপর্ব। মোট ১৫০০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়। ঢাকার দুটি সিটিতে মধ্যরাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
ঢাকা উত্তর সিটিতে জয়ী আওয়ামী লিগ প্রার্থী আতিকুল পূর্ব মেয়রের মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে ন’মাস ধরেই মেয়রের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের পোশাক কোম্পানির মালিকদের সংগঠনের সভাপতি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়রপদে জয়ী প্রার্থী ফজলে নূর আগে সংসদ সদস্য ছিলেন। মেয়রপদের জন্য ভোটে দাঁড়ানোর আগে তিনি সংসদের সদস্যপদ ত্যাগ করেন। মধ্যরাতে দুই আওয়ামী লিগ প্রার্থীই জয় নিশ্চিত বুঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রী দুই মেয়র পদপ্রার্থীকে ফুল দিয়ে জয়ের শুভেচ্ছা জানান। তবে দেশের নির্বাচন কমিশন সূত্রে খবর মোট ভোটারের মধ্যে মাত্র ৩০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। মাত্র ৩০ শতাংশ ভোট পড়ায় অশনিসংকেত দেখছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে এই ভোট অসচ্ছ বলে অভিযোগ তুলে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.