১৪ বছর পর বিজেপির সঙ্গে মিশে গেল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা
নজরবন্দি ব্যুরোঃ অবশেষে বিজেপিতে ফিরলেন ঝাড়খন্ড বিকাশ মোর্চার সুপ্রিমো বাবুলাল মারান্ডি। ১৪ বছর পর আবারও গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে প্রায় কুড়ি হাজার কর্মীসমর্থককে নিয়ে বাবুলাল মারান্ডি যোগ দেন বিজেপিতে। প্রসঙ্গত ২০০০ সালে বিজেপির টিকিটে ঝাড়খন্ড থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বাবুলাল। তারপর বিজেপির উচ্চ নেতৃত্ব সঙ্গে মতবিরোধ বাঁধে তাঁর। একসময় অভিমানে দল ছেড়ে বেরিয়ে আসেন তিনি।
নিজের অনুগামীদেরকে সঙ্গে নিয়ে তৈরি করেন নতুন রাজনৈতিক দল ঝাড়খন্ড বিকাশ মোর্চা। কিন্তু ১৪ বছর পর অভিমান ভাঙল তাঁর। ঝাড়খন্ড বিকাশ মোর্চার কর্মী-সমর্থককে নিয়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। অমিত শার সভাতে বাবুলালের যোগদানের পর অমিত শাহ বলেন তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আসার পর থেকেই বাবুলালকে ফেরানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু বাবুলাল অত্যন্ত জেদি হওয়ায় অভিমান মোটেই ভাঙেনি। অভিমান ভাঙতে সময় লাগল ১৪ বছর।
এদিকে বিজেপি ক্রমশ হালকা হচ্ছিল ঝাড়খন্ডে। তার মাঝেই গোটা দলের কর্মী সমর্থক নিয়ে বাবুলালের যোগদানের পর বিজেপির অবস্থান আরও মজবুত হল ঝাড়খন্ডে। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রায় কুড়ি হাজারের বেশি ঝাড়খণ্ডে বিকাশ মোর্চার কর্মী-সমর্থকরা।
নিজের অনুগামীদেরকে সঙ্গে নিয়ে তৈরি করেন নতুন রাজনৈতিক দল ঝাড়খন্ড বিকাশ মোর্চা। কিন্তু ১৪ বছর পর অভিমান ভাঙল তাঁর। ঝাড়খন্ড বিকাশ মোর্চার কর্মী-সমর্থককে নিয়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। অমিত শার সভাতে বাবুলালের যোগদানের পর অমিত শাহ বলেন তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আসার পর থেকেই বাবুলালকে ফেরানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু বাবুলাল অত্যন্ত জেদি হওয়ায় অভিমান মোটেই ভাঙেনি। অভিমান ভাঙতে সময় লাগল ১৪ বছর।
No comments