টিআরপি র জন্যই বিয়ের নাটক স্বীকার করলেন নেহা-আদিত্য ,ক্ষেপে লাল ভক্তরা
নজরবন্দি ব্যুরো :আদিত্য-নেহার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উত্তেজনা ও জল্পনার শেষ ছিল না। স্টেজে মালাবদল থেকে মন্ত্রপাঠ তবে অবশেষে খোলসা হল তাঁদের বিয়ে জল্পনা।কিন্তু এই সবই ছিল শুধু মাত্র টিআরপি র জন্য।
কিন্তু শুধু মাত্র টিআরপি র জন্য এতো বাড়াবাড়ি। এই বিষয় নিয়ে অবশেষে মুখ খুললেন আদিত্য। 'বড্ড বাড়াবাড়ি হয়েগেছে। আসলে আমার হাতে কিছু ছিল না। যখন বোঝার ক্ষমতা হল যে ব্যপারটা অনেক দূর গড়িয়েছে তখন বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। অন্য দিকে নেহা কেও বিয়ের ব্যাপারে বারবার প্রশ্ন করা হয়েছে সেটাও কিন্তু খুবই অস্বস্তি কর ব্যাপার। আদিত্য এটাও জানান বিয়ে তো দূরের কথা নেহার সাথে তাঁর কোন সম্পর্কই নেই। তবে নেহার কাছে এই প্রশ্ন করতে তিনি খুব হাসেন। তাঁর হাসি দেখেই বোঝা যাচ্ছিল পুরো ব্যাপারটাই ফেক পুরটাই টিআরপি এর খেলা। সবটাই ফেক শুনে ক্ষেপে লাল নেহা-আদিত্যর ভক্তরা।
কিন্তু শুধু মাত্র টিআরপি র জন্য এতো বাড়াবাড়ি। এই বিষয় নিয়ে অবশেষে মুখ খুললেন আদিত্য। 'বড্ড বাড়াবাড়ি হয়েগেছে। আসলে আমার হাতে কিছু ছিল না। যখন বোঝার ক্ষমতা হল যে ব্যপারটা অনেক দূর গড়িয়েছে তখন বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। অন্য দিকে নেহা কেও বিয়ের ব্যাপারে বারবার প্রশ্ন করা হয়েছে সেটাও কিন্তু খুবই অস্বস্তি কর ব্যাপার। আদিত্য এটাও জানান বিয়ে তো দূরের কথা নেহার সাথে তাঁর কোন সম্পর্কই নেই। তবে নেহার কাছে এই প্রশ্ন করতে তিনি খুব হাসেন। তাঁর হাসি দেখেই বোঝা যাচ্ছিল পুরো ব্যাপারটাই ফেক পুরটাই টিআরপি এর খেলা। সবটাই ফেক শুনে ক্ষেপে লাল নেহা-আদিত্যর ভক্তরা।
No comments