Header Ads

বর্ধিত বেতন নিয়ে ফের অনিশ্চয়তা, দুশ্চিন্তায় রয়েছেন লক্ষাধিক শিক্ষক

নজরবন্দি ব্যুরো: শিক্ষকদের বর্ধিত বেতন নেয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ অনেক দিনের। এই নিয়ে বিতর্ক কম হয় নি রাজ্যে। এবার প্রাথমিক শিক্ষকদের বর্ধিত বেতন সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘিরে জটিলতা আরও কিছুটা বাড়ল।
ফলে নয়া বেতনের অপশন ফর্ম পূরণ করে দিয়েও দুশ্চিন্তায় রয়েছেন লক্ষাধিক শিক্ষক। কারণ, যে সব জায়গায় বিভ্রান্তি বা অসঙ্গতি ছিল, তার ব্যাখ্যা শিক্ষা দফতর এখনও দেয়নি। তাই আগামী দিনে আর্থিক সমস্যা তৈরি হতে পারে বলে শিক্ষকদের আশঙ্কা।
হাইস্কুলে শিক্ষক থেকে প্রধান শিক্ষক হলে, ইনক্রিমেন্ট দেওয়ার কথা আগেই উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অথচ, প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে তার কোনও উল্লেখ না থাকা নিয়ে এই বিতর্ক কয়েক গুন বাড়িয়েছে।  তাঁরা বলেন, ১৩ ডিসেম্বর শিক্ষকদের বর্ধিত বেতনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। অপশন ফর্ম পূরণ করার সময় একাধিক বিষয়ে বিভ্রান্তি দেখা দেয়। যেহেতু কোনও ব্যাখ্যা ছিল না, তাই ফর্ম পূরণ করে দিতে হয়েছে। তবে এই ইনক্রিমেন্টের ব্যাপারটি নিয়ে একটি বৈষম্য করা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.