ব্যাচেলার সলমনের রাতের কথা কী ভাবে জানলেন জ্যাকলিন ?
নজরবন্দি ব্যুরো : আমাদের সাল্লু ভাই কিন্তু এখনও সমান ভাবে অভিনয় করে যাচ্ছেন।এবং এখনও নতুন অভিনেত্রীরা অপেক্ষা করেন কখন সালমানের বিপরীতে অভিনয় করার সুযোগ পাবে তাঁরা। সালমানের সাথে কিক আর রেস থ্রি-তে অভিনয় করেছেন জ্যাকলিন।ছবি দুটিই বক্স অফিস দারুন ব্যবসা করেছিল।
অবশেষে জ্যাকলিন ফার্নান্ডেজ এবার মুখ খুললেন সলমন খানের সম্পর্কে।আসলে সলমন রাতে কি করেন তা নিয়ে মুখ খুললেন জ্যাকলিন। তিনি জানান বিগ বসের সেটা হোক কিংবা কোন ছবির শুটিং এ সালমান কাজেই মনযোগ করেন। আসলে সালমান খুবই কাজ প্রিয় মানুষ।
সকাল থেকে রাট পর্যন্ত সালমান কাজ করে যান। কখনো বিশ্রাম নেন না সালমান। তাই এবার জ্যাকলিন সালমান কে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও জ্যাকলিনের এই পরামর্শে কোন মন্তব্য করেননি সালমান।
অবশেষে জ্যাকলিন ফার্নান্ডেজ এবার মুখ খুললেন সলমন খানের সম্পর্কে।আসলে সলমন রাতে কি করেন তা নিয়ে মুখ খুললেন জ্যাকলিন। তিনি জানান বিগ বসের সেটা হোক কিংবা কোন ছবির শুটিং এ সালমান কাজেই মনযোগ করেন। আসলে সালমান খুবই কাজ প্রিয় মানুষ।
সকাল থেকে রাট পর্যন্ত সালমান কাজ করে যান। কখনো বিশ্রাম নেন না সালমান। তাই এবার জ্যাকলিন সালমান কে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও জ্যাকলিনের এই পরামর্শে কোন মন্তব্য করেননি সালমান।

No comments