আশ্চর্যজনক ঘটনা, সাত বছরের শিশুর চোয়ালে মিলল কয়েকশো দাঁত
নজরবন্দি ব্যুরোঃ কয়েকশো দাঁত পাওয়া গেছে এক সাত বছরের শিশুর চোয়াল থেকে। চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে ঘটনাটি ঘটেছে। চিকিত্সকরা হতবাক। শিশুর চোয়ালে টানা পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার করে চিকিত্সকরা পেলেন কয়েক্শো দাঁত। চিকিৎসকদের মতে তাঁরা এই রকম কোন ঘটনা এর আগে দেখেননি।
শিশুটির ডানদিকে চোয়ালটি অস্বাভাবিক রকম ফুলে ওঠায় তাকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় কামপাউন্ড কম্পোজিট অনডনটেনমে। এর আগে তিন বছর বয়সে বাচ্চাটির চোয়াল ফুলে গেছিল। সেই সময়ে তাঁর মা-বাবা বিষয়টা লক্ষও করেছিল। কিন্তু তেমন গুরত্ব দেননি। পরবর্তি সময়ে তা বেড়ে যাওয়াও তাকে হাসপাতালে আনা হয় এবং এক্স রে ও সিটি স্ক্যান করে দেখা যায় মাড়িতে একাধিক দাঁত উঠেছে।
চিকিৎসকরা অস্ত্রোপচার করে দাঁত গুলো বের করার সিদ্ধান্ত নেন।চিকিত্সক পি সেন্থিনাথান জানান, অস্ত্রোপচারের সময় তাঁরা দেখেন চোয়ালের মধ্যে একটা থলি রয়েছে। থলিটি বের করার পরে তা থেকে ৫২৬টি দাঁত। থলির ওজন প্রায় ২০০ গ্রাম। চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যাপক প্রতিভা রামানি জানিয়েছেন, অস্ত্রোপচারের পরে তিন দিন পার হয়েছে। সুস্থ আছে শিশুটি।
শিশুটির ডানদিকে চোয়ালটি অস্বাভাবিক রকম ফুলে ওঠায় তাকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় কামপাউন্ড কম্পোজিট অনডনটেনমে। এর আগে তিন বছর বয়সে বাচ্চাটির চোয়াল ফুলে গেছিল। সেই সময়ে তাঁর মা-বাবা বিষয়টা লক্ষও করেছিল। কিন্তু তেমন গুরত্ব দেননি। পরবর্তি সময়ে তা বেড়ে যাওয়াও তাকে হাসপাতালে আনা হয় এবং এক্স রে ও সিটি স্ক্যান করে দেখা যায় মাড়িতে একাধিক দাঁত উঠেছে।

No comments