দেশে প্রথম, সিএএ-কে স্বাগত জানালো গোয়া বিধানসভা।
নজরবন্দি ব্যুরোঃ সিএএ আইনের বিরোধিতায় গোটা দেশ এক হয়ে আন্দোলন চালাচ্ছে,। আর ঠিক সময়ে সিএএ-কে স্বাগত জানিয়ে প্রস্তাব পাস হল গোয়া বিধানসভায়। গোয়ার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। কারণ , দেশের মধ্যে সর্ব প্রথম গোয়া বিধানসভাতে সিএএ-এর সমর্থনে প্রস্তাব পাস হয়। গোয়া বিজেপি শাসিত রাজ্য।
তাই এই ব্যপারটা খুব স্বাভাবিক ছিল যে গোয়া রাজ্য বিজেপির এই আইনের স্বপক্ষেই মত দেবে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত গোয়ার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। প্রমোদ সাওয়ন্ত বলেছেন, রাজ্য বিধানসভার এই প্রস্তাব থেকেই পরিষ্কার মোদী সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কতটা প্রাসঙ্গিক । গোয়া সরকারের এই প্রস্তাব কে সমর্থন করেন বিজেপির ২৭ জন বিধায়ক।
গোয়া সরকারের নরেন্দ্র মোদী ও অমিত শাহ কে শুভেচ্ছা জানানোর প্রস্তাব পেশ করেন তখন প্রতিবাদ শুরু করেন কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের বিধায়করা। এমনকি তাঁরা ওয়াক আউট করেন। ১০ জানুয়ারি থেকে সিএএ কার্যকর করার নির্দেশ জারি করে মোদী সরকার। ইতিমধ্যেই অবিজেপি রাজ্য গুলির মধ্যে চার রাজ্য কেরল, পাঞ্জাব, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে।
তাই এই ব্যপারটা খুব স্বাভাবিক ছিল যে গোয়া রাজ্য বিজেপির এই আইনের স্বপক্ষেই মত দেবে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত গোয়ার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। প্রমোদ সাওয়ন্ত বলেছেন, রাজ্য বিধানসভার এই প্রস্তাব থেকেই পরিষ্কার মোদী সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কতটা প্রাসঙ্গিক । গোয়া সরকারের এই প্রস্তাব কে সমর্থন করেন বিজেপির ২৭ জন বিধায়ক।

No comments