একসময় বেচতেন ফুচকা; আজ পাক বধের নায়ক যশস্বী।
অরুনাভ সেনঃ পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত৷ নায়কের কথা সবাই জানেন যশস্বী জয়সওয়াল ১১৩ বলে অপরাজিত ১০৫৷উদীয়মান এই তরুন প্রতিভার কথা হয়ত ব্যাট-বল শুনেছে,কিন্তু জীবনের আসল সংগ্রামে যশস্বী ফুচকা বিক্রি করেছেন নিজের খাবার জোটাতে প্রাকটিসের পর ফুচকা বিক্রি করতেন৷
উত্তরপ্রদেশের সুরিয়া এলাকার ছেলে যশস্বী। চোখে স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন,দেশের প্রতিনিধিত্ব করবেন৷বছর ১০,এ উত্তরপ্রদেশ ছেড়ে মুম্বাই৷কিছুদিনের জন্য একটা দোকানে কাজ কিন্তু ঐ ভালবাসার ক্রিকেটের জন্য সেই কাজটা যেতে বেশি সময় লাগেনি৷ প্র্যাকটিস আর প্রাকটিস,এরপর ফুচকা বেচতেন পেট চালাতে। তাঁর রাতটা কাটত তাঁবুতেই এক কর্মীর সঙ্গে৷কিন্তু ব্যাট-বলকে কিন্তু ছোট বেলা থেকেই কথা বলাচ্ছেন যশস্বী৷
২০১৫ সাল ভারতীয় ক্রিকেটের এক নতুন তরুন উদীয়মান তারকার তখন আর কতই বা বয়স১৪,র আশপাশে হবে৷ ৩১৯ রানের ইনিংস এবং ৯৯ রান দিয়ে ১৩ উইকেট জায়গা করে নিলেন লিমকা বুক অব রেকর্ডসে। সুযোগ চলে আসে ভারতের অনূর্ধ্ব-১৬ দলে। সেখান থেকে অনূর্ধ্ব-১৯ দলে৷
অনেকের স্মৃতি হতে এখনও বিস্মৃত হয় নি,আজকের পাক বধের নায়ক কিন্তু
২০১৮,র এশিয়া ছিলেন সর্বাধিক রান সংগ্রাহক (৩১৮ রান)।বিভিন্ন বয়স ভিত্তিক টূর্নামেন্টে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন৷তাঁর এই সাফল্য একেবারেই ফ্লুকে নয়৷ক্রিকেটপ্রেমীরা আশাবাদী কেবল আন্ডার নাইনটিন নয় অচিরেই যশস্বী ঢুকবেন ভারতের সিনিয়র দলে৷সেই দিনটা কিন্তু খুব দূরে নয়৷

No comments