পুর-নির্বাচনের মুখে নিয়োগের জন্য উদ্যোগ নবান্নের, শূন্যপদ ২২৯৮
নজরবন্দি ব্যুরো: রাজ্য সহ গোটা দেশে বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই রকম সময়ে চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর । খুব শীঘ্রই বড় রকমের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলছে রাজ্য।
কলকাতা পুলিশে একাধিক পদে মোট ২২৯৮টি শূন্যপদে নিয়োগ করার অনুমোদন দিয়েছে নবান্ন। পুলিশের গ্রুপ-বি এবং সি-র বিভিন্ন পদে ৪৫৯৭টি-র মধ্যে ২২৯৮টি পদে নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। শূন্যপদগুলোর মধ্যে সাব-ইন্সপেক্টরের ১৮৫, মহিলা সাব-ইন্সপেক্টরের ২৫টি, সার্জেন্টের ১২৫টি, কনস্টেবলের ১৫০০টি, মহিলা কনস্টেবলের ২৮৫টি ও ১৭৫টি গাড়ি চালকের পদ আছে।
যে সকল ইচ্ছুক প্রার্থীরা পুলিশের সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে আবেদন করবেন তাঁদের অবশ্যই স্নাতক হতে হবে। এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকভাবে দুশো নম্বরের লিখিত অবজেকটিভ পরীক্ষা নেওয়া হয়। সফল হলে প্রার্থীদের দৌড় ও শারীরিক মাপজোকের পরীক্ষা নেওয়া হয়। এর পরে বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। শেষে হবে ইন্টারভিউ।
কলকাতা পুলিশে একাধিক পদে মোট ২২৯৮টি শূন্যপদে নিয়োগ করার অনুমোদন দিয়েছে নবান্ন। পুলিশের গ্রুপ-বি এবং সি-র বিভিন্ন পদে ৪৫৯৭টি-র মধ্যে ২২৯৮টি পদে নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। শূন্যপদগুলোর মধ্যে সাব-ইন্সপেক্টরের ১৮৫, মহিলা সাব-ইন্সপেক্টরের ২৫টি, সার্জেন্টের ১২৫টি, কনস্টেবলের ১৫০০টি, মহিলা কনস্টেবলের ২৮৫টি ও ১৭৫টি গাড়ি চালকের পদ আছে।

No comments