Header Ads

ঘরে এল লক্ষী ,কন্যা সন্তানের জন্ম দিলেন কল্কি

নজরবন্দি ব্যুরো : মা হলেন বডিউডের আরেক অভিনেত্রী। কল্কি কেঁকলা শুক্রবার রাতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এছাড়া এটাও জানা গেছে স্বাভাবিক প্রসবে মা হলেন কল্কি। প্রেগনেন্ট অবস্থায় বেশ করেকটি সাহসী ফটোশ্যুট করেছেন কল্কি।

 এই ফটোশ্যুটের জন্য স্যোশাল মিডিয়াতে আক্রমনের সামনেও পড়েন কল্কি।প্রথম স্বামী নির্দেশক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের পর তিনি থাকতেন তাঁর বর্তমান প্রেমিক গাই হার্সবার্গের সাথে। গাই পেশাগত ভাবে একজন পিয়ানো বাদক।
প্রেগনেন্ট থাকাকালীন কল্কি জানান,আমার এই প্রেগনেন্ট হওয়া কিন্তু পরিকল্পনা করে নয়। আমি আর আমার প্রেমিক গাই হয়তো আরো দু তিন বছর পর মা বাবা হতে চাইছিলাম তবে সন্তান সম্ভাবনা হয়ে যাওয়ার পর আমরা দুজনেই এই সন্তান কে পৃথিবী তে আন্তে চেয়েছি। 'কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পাঁচ মাস পর্যন্ত কল্কি এই বিষয়টি কাউকে জানাতে চাননি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.