Header Ads

অ্যাম্বুলেন্সের জন্য নয়া আইন আনতে চলেছে রাজ্য

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে অ্যাম্বুলেন্সের দাপাদাপি ঠেকাতে বিধানসভায় নয়া বিল পেশ করতে চলল রাজ্য সরকার। সেই বিল সর্বসম্মতি ক্রমে আইনের রূপ নেবে। এই আইনে অ্যাম্বুলেন্সের সাইরেন তীব্রতাও বেঁধে দেওয়া হবে। আর সেই আইন না মানলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে সব ঠিকঠাক থাকলে শীঘ্রই রাজ্যের বিধানসভায় আনা হবে ওয়েস্ট বেঙ্গল অ্যাম্বুল্যান্স সার্ভিস বিল।
কিন্তু এই আইন আনার কতটা প্রয়োজন? স্বাস্থ্য দফতর জানিয়েছে এতদিন ধরে অ্যাম্বুলেন্স মোটর ভিকেলের আওতায় সাধারণ গাড়ি হিসাবেই থাকত। কিন্তু এখন থেকে সেই নিয়মে কাঁচি। গাড়ির কাগজ পত্র ঠিকঠাক থাকলে স্বাস্থ্য দফতর থেকেই অ্যাম্বুলেন্সের জন্য আলাদা ভাবে রেজিষ্ট্রেশন করাতে হবে। আর সেই রেজিষ্ট্রেশন অ্যাম্বুলেন্সে সাঁটিয়ে রাখতে হবে। পরিবেশ কর্মীরা অ্যাম্বুলেন্সের তীব্রতা নিয়ে বহুবার সরব হয়েছেন।
সেই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। রাজ্য সরকারের নয়া নিয়ম অনুযায়ী অ্যাম্বুলেন্সের সাইরেন সকালে সর্বোচ্চ ৬৫ ডেসিবেল ও রাতে ৫৫ ডেসিবেলের বেশি হবে না। এই আইন রাজ্যে কার্যকর হলে অ্যাম্বুলেন্সের দাপাদাপিতে অনেকটাই লাগাম টানতে পারবে রাজ্য। এছাড়া অ্যাম্বুলেন্সের জন্য আলাদা করে স্বাস্থ্য দফতরের রেজিষ্ট্রেশন পাওয়ায় রাজ্যের মোট অ্যাম্বুলেন্সের সংখ্যা জানতে পারা যাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.