আজ মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক, আলোচনা হতে পারে আপার প্রাইমারির শুনানি নিয়ে
নজরবন্দি ব্যুরো: আজ দুপুর ২ টোর পরে নবান্নে বসছে রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক। নবান্ন সূত্রে জানা গিয়েছে, জরুরি-ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। আর তাই নিয়ে প্রশাসনের অন্দরে চূড়ান্ত চাঞ্চল্য দেখা দিয়েছে। কেন এই বৈঠক ডাকা হয়েছে সোমবার, এই নিয়ে নিশ্চিত ভাবে কিছু যানা যায় নি। তবে একাংশের মতে, আগামী ১৩ ফেব্রুয়ারি মন্ত্রীসভার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সেই সময় বাঁকুড়া সফরে থাকার কারণে এই সপ্তাহেই তা করে দেওয়া হল।
তৃণমূলের একটা অংশের মতে, রাজ্য মন্ত্রীসভায় কিছু পরিবর্তন হতে পারে। বদল হতে পারে বেশ কিছু মন্ত্রীর দায়িত্বে। সেই কারণেই মুখ্যমন্ত্রী এদিন বৈঠক ডেকেছেন। এই তত্ত্ব নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
যদিও অপর একটি অংশের মতে সামনেই আছে আপার প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি। ওই শুনানি খুবি গুরুত্বপূর্ণ হতে হতে চলেছে। কারণ এবারের শুনানির দিন বিচারপতি দুই তরফের প্রতিনিধিদের আদালতে হাজির থাকতে বলেছেন। আপারের এই নিয়োগ আটকে থাকার জন্য বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। পরীক্ষার্থীদের একটা বড় অংশ এই নিয়োগ আটকে থাকার জন্য বার বার সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন। তাই এই আপার মামলার গুরুত্বপূর্ণ শুনানির আগে মন্ত্রীসভার এই বৈঠকে নিয়োগ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন অনেকে।
তবে এই বৈঠকের কারণ যাই হোক না কেন, এদিনের মন্ত্রীসভার জরুরি বৈঠকে কি হতে চলেছে তার দিকে নজর রাখছে সব পক্ষ।
তৃণমূলের একটা অংশের মতে, রাজ্য মন্ত্রীসভায় কিছু পরিবর্তন হতে পারে। বদল হতে পারে বেশ কিছু মন্ত্রীর দায়িত্বে। সেই কারণেই মুখ্যমন্ত্রী এদিন বৈঠক ডেকেছেন। এই তত্ত্ব নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
তবে এই বৈঠকের কারণ যাই হোক না কেন, এদিনের মন্ত্রীসভার জরুরি বৈঠকে কি হতে চলেছে তার দিকে নজর রাখছে সব পক্ষ।

No comments